সংবহন ও রক্ত

Show Important Question


41) রক্তের কোন্ উপাদানটি অ্যালার্জি প্রতিরোধ করে—
A) প্লাজমা
B) আরবিসি
C) ইউসিনোফিল
D) হেপারিন

42) রক্তের প্রধান উপাদান হল—
A) অ্যালবুমিন
B) গ্লোবিউলিন
C) ফাইব্রিনোজেন
D) ওপরের সবকটিই

43) মানবদেহে রক্ত সংবহন আবিষ্কার করেন---
A) জোনাস সাল্ক
B) এডওয়ার্ড জেনার
C) উইলিয়াম হার্ভে
D) কোনোটিই নয়

44) ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশ গ্রহণকারী শ্বেতরক্ত কনিকা হল –
A) নিউট্রফিল ও বেসোফিল
B) লিম্ফসাইট ও মনোসাইট
C) মনোসাইট ও নিউট্রফিল
D) বেসোফিল ও লিসাইট

45) নিম্নের কোন রক্ত কণিকা অক্সিজেন পরিবহন এর জন্য দায়ী?
A) প্লাজমা
B) অনুচক্রিকা
C) শ্বেত রক্তকণিকা
D) লোহিত রক্ত কনিকা

46) কোনটি রক্ত তঞ্চনে সাহায্য করে
A) W.B.C
B) অণুচক্রিকা
C) লিম্ফ
D) R.B.C.

47) হৃৎপিণ্ডের সিস্টোল অবস্থান কোনটি?
A) সঙ্কুচিত হওয়া
B) থেমে যাওয়া
C) প্রসারিত হওয়া
D) এদের কোনটিই নয়

48) রক্ত তঞ্চন এর পর জমাট বাঁধা রক্তের উপর যে হালকা হলুদ বর্ণের তরল পড়ে থাকে তাকে কি বলে?
A) রক্ত কণিকা
B) প্লাজমা
C) ফাইব্রিনোজেন
D) সিরাম

49) কুমিরের হৃদপিন্ড কয় প্রকোষ্ঠ যুক্ত--
A)
B)
C)
D) ১০

50) মানুষের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ যুক্ত--
A)
B)
C)
D)

51) সাধারণ মানুষের 100ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত--
A) 10.5 gm
B) 12.5 gm
C) 14.5 gm
D) 16.5 gm

52) সার্বিক গ্রহীতা রক্তের গ্রুপটি হল:
A) A
B) B
C) O
D) AB

53) কোন দেহে মুক্ত সংবহন দেখা যায় না?
A) ঝিনুক
B) কেঁচো
C) শামুক
D) চিংড়ি

54) পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিন্ডের ওজন কত?
A) 250 গ্রাম
B) 300 গ্রাম
C) 500 গ্রাম
D) 150 গ্রাম

55) মানুষের রক্তের স্বাভাবিক ph এর মান কত?
A) 5
B) 7.4
C) 9
D) 12

56) হৃদপিণ্ডের পেশিকে কী বলে?
A) পলিকার্ডিয়াম
B) মায়োকার্ডিয়াম
C) সক্রেরেটিক
D) পেরিকার্ডিয়াম

57) Which can bind O2 molecules ? / কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে ?
A) Red blood cells/ লাল রক্তকণিকা
B) White blood cells/ সাদা রক্তকণিকা
C) Vitamin B12/ ভিটামিন B12
D) Vitamin E/ ভিটামিন E

58) Life span of red blood cells is ____ days. / লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ____ দিন ।
A) 60/ 60
B) 120/ 120
C) 180/ 180
D) 240/ 240